“ফাল্গুন আসে নাই”
রাজিব এক্কা রাজ
যে জীবনে তুমি নেই সে জীবনে
ফাল্গুন আসে নাই
বুকে আছে শুধু স্মৃতির আগুনে পুড়া ভষ্ম ছাঁই
আর কত রইব পথ চেয়ে
তোমার ফেরার স্বপ্ন বুকে লয়ে।
আসব বলে গেছো চলে
গিয়েছো কি তুমি আমাকে ভুলে
সে কথাটি মুখ থেকে একবার
শুনতে চাই–
তুমি নেই বলে ফাল্গুন আমার পাড়ায় আসে নাই।
বিরহের যাতনা
সইতে আর পারি না
ইচ্ছে করে কাঁদি চিৎকার করে
কেঁদে কেঁদে কষ্ট গুলো দেই তাড়িয়ে দূরে
তুমি ছাড়া থাকি শূন্যতায়
আমার দ্বারে ফাল্গুন আসে নাই।
Advertisement