ফিরে আসো বাবা
আমার ছেলে সাব্বির (১৬)
সে আজ স্কুলে যাবার পর আর ফিরে আসেনি।
তোমার জন্য অপেক্ষা করছে তোমার বাবা, মা।
ফিরে আসো বাবা।
সে জয়কুড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্র। বাসা তালঘড়িয়া।
তার পরনে ছিলো স্কুল ড্রেস ও লাল জ্যাকেট।
সন্ধানে
মিলন মাস্টার (বাবা)
মোবাইল নং01701929513
01725142467
Advertisement