“ফিরে আসো বাবা”-সন্ধান চাই

0
600
হারানো বিজ্ঞপ্তি

ফিরে আসো বাবা

আমার ছেলে সাব্বির (১৬)
সে আজ স্কুলে যাবার পর আর ফিরে আসেনি।
তোমার জন্য অপেক্ষা করছে তোমার বাবা, মা।
ফিরে আসো বাবা।

সে জয়কুড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্র। বাসা তালঘড়িয়া।
তার পরনে ছিলো স্কুল ড্রেস ও লাল জ্যাকেট।

সন্ধানে
মিলন মাস্টার (বাবা)
মোবাইল নং01701929513
01725142467

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“কান্দন আমার” কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“নিজের প্রতি “-সুবর্ণা গোস্বামী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে