“ফিরে এলাম”
কবি রুমকি আনোয়ার
জীবনের সাঁকো ভাঙা স্মৃতি নিয়ে ফিরে এলাম
খুব কি দেরী হয়েছে ?
সময় কি ছুঁয়েছে আকাশ ?
সোনা গুড়ো রোদ
চেলাই কাঠের নিচে বড় উজ্জ্বল
মেঘেরা বিছায় আলো
পড়ে থাকা শূন্য বিছানায় ।
সকালের রৌদ্দুর অস্ফুষ্ট উষ্ণতায়
চুমু খেয়ে যায় কপালে
আলো-ছায়া ,মেঘরৌদ্দুর ,
ঘাসের গন্ধ সবই যে আগের মতই আছে ,
নিজেকে নিহিত রেখেছিলাম বর্ষার কাদাজলে –
বাতাস শুষেছে যার অবলা চোখের অলসতা ।
আমি আছি ,
আমি থাকব শুধু কবিতার পাতা হয়ে আছে সাদা
আমি ছাড়া দেবতার হাত থেকে কে খুলে পড়বে চিঠি
আবার মেহেগ্নি আলো বিকেলের জানালা ছোঁবে ,
পেজঁকোলা নরম চাঁদের বল
জোৎস্নার নরম আলো
বিরহী বাতাস সাঁতার দিবে
সবুজ ঘাসের মত ঢেউয়ে ,
শব্দ প্রেমের চুম্বন নিয়ে
আবার আঁকবো নির্বাক ছবি ।
অনন্তের পথে হাঁটতে গিয়ে
হোঁচট খেয়েছি কেবল
আজও জানা হলো না জল আর দুধের পার্থক্য । ।
Advertisement