“ফিরে দেখা”- শর্মিষ্ঠা চ্যাটার্জী বড়ালের কবিতা

0
558
কবি-এনকে

ফিরে দেখা
শর্মিষ্ঠা চ্যাটার্জী বড়াল

বান্ধবী আজ আমার হাতে পদ‍্য নাই,
অথচ কেমন সামনে আসছে প্রেমের দিন,
চাইলো দুটো মেঘ পেড়ে দিই আকাশ থেকে,
কাঁচের চুড়ি, হাওয়াই মিঠাই, সেফটিপিন।।
চল তোকে আজ ফিরিয়ে দেবো পুতুলবেলা,
সোনার কাঠি পক্ষীরাজ আর তেপান্তর,
বুকের মধ্যে আকাশ ঘিরে মেঘের আঁচল,
অন‍্যমনে একলা বাঁচা শূন‍্যঘর।।
নদীর মতো বইতে জানি নরম সুরে
মরচে পড়া কষ্টগুলো রাংতা মোড়া,
অফিস ফেরত সাঁঝের বেলায় লালচে আকাশ,
শূন্য চোখে ভাঁড়ের চায়ে চুমুক মারা।।
বান্ধবী চল শপিং মলে কালকে যাবো,
বদ্ধ জীবন এইটুকু সুখ তোর ছোঁয়াতে,
বৃষ্টিমাথায় কাকভেজা হয়ে নৌকা ভাসাই,
ফুটপাতের ঐ কোন ঘেঁষে যে ফুচকা খাবো।।
আলসেমিরা এক একদিনে জড়িয়ে ধরে,
শীতসকালের পশম চাদর ভীষণ রঙিন,
কফির কাপে আরাম চুমুক চুমুর মতো,
আসছে ফাগুন সঙ্গে নিয়ে প্রেমের দিন।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বিরহের রোজ নামচা”- অনিন্দিতা সেনের কবিতা
পরবর্তী নিবন্ধ“গগণ ছুঁয়ে যায়” কবি শিরিন আফরোজ‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে