”ফিরে ফিরে আসে”- আসাদজামানের কবিতা

0
324
asadjaman, natore

ফিরে ফিরে আসে
আসাদজামান

আদিমতা আয়, ফিরে ফিরে আয়!
আয় তোর অভিরুচি,
আয়! আয়! আয়! পুড়িয়ে খাই, তন্দুর
মাংস রুটি।
খুলে গেছে যাক, না খুলুক পোশাক
লতাপাতা ডালে —
সম্ভ্রম লুকানো চাই, ছলে বলে কৌশলে।
পুড়ছে কাঁচা মাংস,
কয়লাঅনলে মাংসের দেহ–
পুড়ে পুড়ে বাড়ছে অন্ত্র প্রদাহ।
অধুনা বিলুপ্তির পথে, হচ্ছে বিকল
যন্ত্রাংশ,
সেই কবে! পুড়িয়ে খেয়েছিলে বন্যপ্রাণী
মাংস!
আয়! আয়! আদিমতা ফিরে ফিরে আয়!
পাথরে আগুন ঘঁষে আয় খালি গায়।

সেই কাল মিশে গেছে আজকের সকালে
বৃথাই মানুষ কেবল আধুনিকতার কথা বলে।
অর্ধসেদ্ধ খাবার, পোড়া বেগুন
নাম মাত্র সেঁকে নিলে রয় গুনাগুন।
আয় আয় আদিমতা আয় চারপাশে
নূতনের ঢঙে সেই পুরোনো ছাঁচে।
১৬.০২.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় নিজ প্রার্থীকে নিয়োগ দিতে না পেরে পরীক্ষা নিয়ে তালবাহানার অভিযোগ সভাপতির বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধশুভ জন্মদিন, প্রিয়তম কবি জীবনানন্দ দাশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে