“ফুল ঝরে। পাতা ঝরে।”
কবি আজাদুর রহমান
শরীর কত বার পাপ করেছে
সে খবর লিখে নিয়েছে মগজ,
কোথাও যেতে যেতে তাই
ফিরে আসে মানুষের মন;
বেদনায় কাঁদে নারীরা,
কর্পোরেট পুরুষ কাঁদে দোতলায়-
থেমে থেমে কান্নার ছিলিমে টান দেয়
সর্বনাশা কবি।
ক্ষতিগ্রস্থ জীবনের গোঁড়ায় তখনও
গাছেদের ফুল হয়,
ভ্রমরেরা পাল ধরে মধু খায়
ফুল ঝরে, পাতা ঝরে
জীবন থেকে ভেংগে ভেংগে পড়ে
আবাল জীবন।
যে জীবন কারও নয়, তার পাশ থেকে
ভেসে আসে জাম্বুরা ফুলের গন্ধ।
Advertisement