এবারে একুশে বইমেলায় এলো মুরসালিন হক জুনায়েদ-এর কবিতার বই-“লালবাগ ও ক্যামেরায় রেখেছি চোখ”-প্রচ্ছদ করেছেন চারু পিন্টু , প্রকাশনায় রয়েছে নৈঋতা ক্যাফে। দাম রাখা হয়েছে-২০০টাকা। পাওয়া যাবে এবারের বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে স্টল নং ৪৮৩,
লেখক বলেন- কথা দিলাম, বিনয়ের সাথে তীব্র সমালোচনাও গ্রহন করবো। তবে সেটা করতে হলেও, বইটি কিনুন।
Advertisement