বইমেলায় মুরসালিন হক জুনায়েদ-এর কবিতার বই-“লালবাগ ও ক্যামেরায় রেখেছি চোখ”

0
583
junayed

এবারে একুশে বইমেলায় এলো মুরসালিন হক জুনায়েদ-এর কবিতার বই-“লালবাগ ও ক্যামেরায় রেখেছি চোখ”-প্রচ্ছদ করেছেন চারু পিন্টু , প্রকাশনায় রয়েছে নৈঋতা ক্যাফে। দাম রাখা হয়েছে-২০০টাকা। পাওয়া যাবে এবারের বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে স্টল নং ৪৮৩,

লেখক বলেন- কথা দিলাম, বিনয়ের সাথে তীব্র সমালোচনাও গ্রহন করবো। তবে সেটা করতে হলেও, বইটি কিনুন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকাব মনির জামানের একগুচ্ছ কবিতা
পরবর্তী নিবন্ধ“নৃপতি ঘুঙুর হয় কবিদের পায়ে ও একজন আত্মনিমগ্ন কবি বান্দা হাফিজ”-চন্দ্রশিলা ছন্দা’র পাঠ প্রতিক্রিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে