বঙ্গবন্ধু শেখ মুজিব
ফাহমিদা ইয়াসমিন
যখন চারদিক মিথ্যের ঘনঘটা
মানুষের অধিকার লুট করেছে মিথ্যে শাসক
তখনো কিছু সুবিধাবাদী চুপ করে চুষে বানরের স্তন।
এসব দেখে যিনি গর্জে ওঠে বিজলির গতিতে
রক্তে সঞ্জারিত করে মুক্তির দাপট
জাগরণের ধ্বনি তুলে একত্রিত করে ঘরমুখে বাঙালিকে
কালো ছোবল থেকে মুক্ত করে আকাশ বাতাস পানি
তৈরি করে একটি অসাম্প্রদায়িক ভূখন্ড
তিনি আর কেউ নন, বাঙালির জাতির জনক ।
Advertisement