বড়াইগ্রামে অসামাজিক কার্যে লিপ্ত অবস্থায় বিদ্যালয়ের নৈশপ্রহরী নারীসহ আটক

0
845
Boraigram

সংবাদদাতা, বড়াইগ্রাম ,নাটোরকন্ঠ: নাটোরের বড়াইগ্রামে বিদ্যালয় কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় নারীসহ ফারুক হোসেন (২৬) নামে এক নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে। আটক ফারুক হোসেন চর গোবিন্দপুর গ্রামের জমশের প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে নৈশপ্রহরী ফারুক হোসেন বিদ্যালয়ের কক্ষে এক অষ্টাদশী নারীকে নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। এ সময়ে বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় হাঁস ভর্তি ট্রাক উল্টে মরলো ৭’শ হাঁস,৩ লক্ষধিক টাকার ক্ষতি
পরবর্তী নিবন্ধগুরুদাসপুর মেডিকেল টেকনোলজিষ্টের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ গর্ভবতীর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে