বড়াইগ্রামে গ্রাম পুলিশের বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

0
775
Rape

এন.ইসলামঃ নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের গ্রাম পুলিশ হযরত আলী (৪৫) বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে হযরত আলী বাড়িতে একা ছিলো। প্রধানমন্ত্রীর দেয়া আড়াই হাজার টাকা মোবাইল ফোনে এসেছে কিনা তা চেক করতে গ্রাম পুলিশ একই গ্রামের বিধবাকে নিজ বাড়িতে ডেকে নেন। কিছুক্ষণ মোবাইল টিপে টাকা আসেনি বলে জানান বিধবা মহিলা। বাগ-বিতন্ডতার‌ এক পর্যায়ে বারান্দা থেকে ওই বিধবা নারীকে টেনে-হেচড়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই লম্পট গ্রাম পুলিশ। এ সময় বিধবার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে বিধবা কে উদ্ধার করে এবং গ্রাম পুলিশকে আটকে রেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু কে অবগত করলে গ্রাম পুলিশ আইনের লোক তাকে ছেড়ে না দিলে যারা আটকে রেখেছেন তারা বিপদে পড়বে এই ভয় দেখিয়ে গ্রাম পুলিশকে ছাড়িয়ে নেন চেয়ারম্যান। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী গ্রাম পুলিশের বিচার চেয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ‌ ওই গ্রাম পুলিশ হযরত আলী নগর ইউনিয়নের পাচবাড়িয়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে।

বিধবা ওই নারী জানান, প্রধানমন্ত্রীর দেয়া ২ হাজার ৫’শ টাকা মোবাইল ফোনে এসেছে কিনা তা জানতে গ্রাম পুলিশ হযরত আলীকে ফোন দেন তিনি।‌ এ সময় হযরত আলী মোবাইল ফোন নিয়ে তার বাড়িতে যেতে বলে। তিনি ওই বাড়িতে গেলে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয়রা জানান, এই ঘটনার পর গ্রাম পুলিশ হযরত আলীকে স্থানীয়রা আটকে রাখে । ‌ কিন্তু ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু ফোন দিয়ে জানান গ্রাম পুলিশ একজন আইনের লোক তাকে দ্রুত ছেড়ে দিতে হবে অন্যথায় যারা আটকে রেখেছে তারা বিপদে পড়বে। ইউপি চেয়ারম্যানের ফোন পেয়ে স্থানীয়রা হযরত আলীকে ছেড়ে দেয় এবং অতঃপর তাকে এলাকায় আর খুঁজে পাওয়া যায়নি।

এই ব্যাপারে চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু বলেন- নির্যাতিতা বিধবা নারী তার কাছে এসেছিলো। তাকে থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে এবং বড়াইগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে বিষয়টি অবগত করা হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশ যেভাবে আইনগত ব্যবস্থা নিবে তিনি তাতে সম্মত রয়েছেন।

বিষয়টি বড়াইগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা আনোয়ার পারভেজ কে অবগত করলে- তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না, ইউপি চেয়ারম্যান নিলুফার ইসলাম ডালু তাকে কিছু জানাননি, এবং নির্যাতিত নারী অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বড়াইগ্রামের এএসপি (সার্কেল) হারুন-অর-রশিদ জানান, আমি অবগত হলাম, ওই বিধবা নারী থানায় অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলি বর্ষন, ভাংচুর,ইউপি চেয়ারম্যান আটক
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় ৫’শ বছরের ঐতিহ্যবাহী বাঘার ঈদমেলা হলোনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে