বড়াইগ্রামে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ

0
34

জাহিদ হাসান : নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ সকালে গোপন সংবাদ এর ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

বড়াইগ্রাম উপজেলায় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল হালিম, বাংলাদেশ সেনাবাহিনির টিম।

মোবাইল কোর্ট পরিচালনা কালে মালিকবিহীন প্রায় ৮০০ টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক দৈর্ঘ্য ৪০ হাজার মিটার এবং অর্থ মূল্য প্রায় চার লক্ষ টাকা। পরে কাউকে না পেয়ে জব্দকৃত জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের জানান, “দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে শিক্ষকদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধমহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে