বড়াইগ্রাম হাসপাতলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

0
236

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিডিডিআরবির এনসিডি বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে (১৫ ও ১৬ মার্চ) উপজেলার ইউএইচএন্ডএফপিও ডাঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে নন কমিউনিকেবল ডিজিজ (উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস) এর উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বড়াইগ্রাম ইউএইচসিতে কর্মরত সকল ডাক্তার, নার্স ও স্যাকমো সহ উপজেলার ৩৮ টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীগণ অংশগ্রহণ করেন।

আইসিডিডিআরবি পরিচালিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
প্রফেসর ডা. রোবেদ আমিন, লাইন ডিরেক্টর এনসিডিসি, ডিজিএইচএস।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, সারা বাংলাদেশের মধ্যে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নন কমিউনিকেবল ডিজিজ (উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস) এর উপর চিকিৎসাসেবায় রোল মডেল হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
কারণ এই উপজেলায়ই প্রথম আইসিডিডিআরবির কারগরী সহযোগীতায় ডিজিটাল পদ্ধতিতে এপস এর মাধ্যমে ট্যাব দিয়ে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি এবং স্বাস্থ্য সহকারীরা হাউজ হোল্ড ভিজিট এর মাধ্যমে চল্লিশোর্ধ সকল মানুষ ও গর্ভবতিদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করে তাদেরকে হেলথ আইডি কার্ড প্রদান করেন। পরবর্তীতে নির্দিষ্ট তারিখে কমিউনিটি ক্লিনিকে স্ক্রিনিং এর মাধ্যমে তাদের রোগ শনাক্ত করা হয়।
এবং সেই হেলথ আইডি কার্ড দিয়ে রোগীরা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার থেকে নন কমিউনিকেবল ডিজিজ (উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস) এর ঔষধ প্রতি এক মাস অন্তর অন্তর সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন।
যা সারা বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যসেবায় এক বিরল রোল মডেল।

এসময় তিনি আরো বলেন, এই প্রক্রিয়াটি বর্তমানে নাটোরের বড়াইগ্রাম, ঝিনাইদহ এর কোটচাঁদপুর ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চলমান আছে।
ধাপে ধাপে এই প্রোগ্রামটি সারা বাংলাদেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছড়িয়ে দেওয়ার ব্যাপারে অধিদপ্তর কাজ করে যাচ্ছে।
তাই ‘মুজিব বর্ষে সাস্থ্য খাত, এগিয়ে যাবে আরেক ধাপ’ এই স্লোগানকে সামনে নিয়ে সব ধরণের স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদাত্ত আহবান রেখে এই প্রোগ্রামের জন্য আইসিডিডিআরবিকে ধন্যবাদ তিনি তার বক্তব্য শেষ করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডা. সরোয়ার হোসেন মিলন, ডিপিএম ডিজিএইচএস।
ও ডাঃ আফরিন ইকবাল, রিসার্চ ইনভেস্টিগেটর, আইসিডিডিআরবি।

আইসিডিডিআরবির পক্ষ থেকে প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন-
ডা. নাহিন আহমেদ রিনি, প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আইসিডিডিআরবি।
মোঃ আতাউর রহমান, সিনিয়র ফিল্ড রিসার্চ অফিসার, আইসিডিডিআরবি
মো: নাজমুল ইসলাম, ফিল্ড রিসার্চ এসিস্ট্যান্ট, আইসিডিডিআরবি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএকই পুকুর থেকে ৩টি মুর্তি উদ্ধার
পরবর্তী নিবন্ধসিংড়ায় আওয়ামী লীগ নেতা রুবেলের মনোনয়ন জমা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে