বড়াল নদীতে নি.খোঁ.জ গৃহবধূর লা.শ উ.দ্ধা.র

0
189
natore kantho

নাটোর কন্ঠ : নাটোরের লালপুরে বড়াল নদীতে গোসল করতে গিয়ে উর্মি খাতুন (১৯) নামে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট ২০২৩) বিকেল ৬টায় উপজেলার ধুপইল চকপাড়া নদীর ঘাটের ৫০০ গজ দূরে লাশ পাওয়া যায়। উর্মি খাতুন একই এলাকার রাজমিস্ত্রী মিনাউল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন নারী বড়াল নদীতে গোসল করতে নামেন। এ সময় উর্মি খাতুন নদীতে ডুব দিলে সাঁতার না জানায় নদীতে ডুবে যান। পরে স্থানীয়রা ওই নারীর সন্ধান না পেয়ে দয়রামপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার অভিযান চালায়।

দয়রামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মুনজুরুল আলম বলেন, ‘রাজশাহী ফায়ার সার্ভিসের দলনেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৫ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ধুপইল চকপাড়া নদীর ঘাটের ৫০০ গজ দূরে থেকে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধরাজমিস্ত্রি জুয়েল এখন বিসিএস ক্যাডার
পরবর্তী নিবন্ধট্রেনে কা.টা পড়ে অজ্ঞাত তরুণ নি.হ.ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে