বর্ণ ঘুড়ির একুশ -কবি নূরজাহান শিল্পী‘এর কবিতা

0
173

বর্ণ ঘুড়ির একুশ

কবি নূরজাহান শিল্পী

একুশ আসে আমার ভাইয়ের রক্তে রাঙানো
আত্মত্যাগের দানে ,
শোকের দি -খণ্ডিত কাঁচ ছিন্ন বীণার তানে ।
একুশ আসে প্রভাত ফেরী ফুলের সমাহারে ,
ভাষার তরে শহীদ সালাম বরকত রফিক জব্বার
ভাইদের স্মৃতির স্মরণে ।
একুশ আসে ফাগুন কৃষ্ণচূড়া পলাশের লাল রঙে ,
ছেলে হারানো মায়ের বিষাদগাঁথার নীড়ে ।
একুশ আসে সবুজ শ্যামলীকা বৃক্ষে ঘেরা প্রকৃতির মাঠে ,
কোটি বাঙালীর বক্ষে নিত্য নতুন পাঠে ।
একুশ আসে ফাগুনের কাব্যে পল্লবিত বিন্দুর পাতায় ,
যাপনের ঘ্রাণে শব্দপ্রেমীর দীপ্ত শপথে
আদ্র ভালোবাসায় সিক্ত শিরায় শিরায় ।
একুশ আমার বর্ণমালার প্রথম শেখা বুলি ,
তাইতো শাণিত চেতনায় একুশের ধার তুলি।
বিশ্ব বিস্মিত বাঙালীর ভাষা প্রীতিতে
আমরাই জয়ী নুড়ি উড়াই একুশের বর্ণ ঘুড়ি
নেই যে তাই বাংলা ভাষার জুড়ি ।
অমর হোক একুশে ফেব্রুয়ারি…

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে অনৈতিক কর্মরত অবস্থায় যুবক-যুবতি আটক
পরবর্তী নিবন্ধনাটোরে জাতীয় ডায়াবেটিক সচেতনতা দিবস পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে