“বসে আছি” কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
829
Shaheena-Ronju

বসে আছি

কবি শাহিনা খাতুন

দীর্ঘ জীবন চাইছিনা
মরে যেতেও চাইছিনা
ধনী হতে চাইছিনা
দরিদ্র হতেও চাইছিনা।
ভাল্লাগছেনা কিছুই
কিন্তু কী ভাল লাগছে বুঝছিনা।
সিনেমা নয় গানও নয়
অফিসও নয় কাজও নয়
আড্ডা নয় কোলাহলও নয়
কী যে চাই কারে শুধাই
কে যে বসে মনের মাঝে
কান্না জাগায় খুঁজছিনা।
বসে আছি বসেই আছি
কারো আশায় থাকছিনা।
বই খুঁজেছি কিনেছি কিছু
ধার নিয়েছি আরও কিছু
পড়তে ইচ্ছে করছেনা।
দোতারাটা সুরেই আছে
একতারাটাও হাতের কাছে
মন্দিরাটা ফিতায় বাঁধা
গিটারটাও কাছেই আছে
যদিও ভাল বাজাতে জানিনা
তবুও টুংটাং হতেই পারে
সেটাও ভাল লাগছেনা।
নদীর পাড়ে বনের ধারে
অথবা সাদা মেঘের মাঝে
কিংবা কোন পথের পাশে
লুকিয়ে কেউ আছে কিনা
জানতে ইচ্ছে করছেনা।
টেলিভিশন দেখা সেতো
ছেড়েই দিয়েছি বহু আগে
নতুন করে মন খারাপের
কোন খবর জানবোনা।
পত্রিকাটা পাশেই আছে
পড়তে ইচ্ছে করছেনা
দুইটা মোবাইল রিচার্জ করা
কথা বলতে নেইতো মানা
বেজে উঠলে মনের ভুলেও
ধরতে যে মন চাচ্ছেনা।
রবীন্দ্রনাথ ফকির লালন
হাছন রাজা রাধারমণ
ওয়াইফাই মোবাইল ডাটা
সাউন্ডবক্স ইউটিউব
হাতের কাছে সবই আছে
এসবেও মন টানছেনা।
কক্সবাজারের লাবন্য পয়েন্ট
ছাতা মার্কেট গরম কফি
ফুচকা কিংবা মুড়ি মাখানো
এসব কিছুও চাইছিনা।
মনটা কোথায় খুঁজে দেখছি
কোথাও খুঁজে পাচ্ছিনা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপিতা তুমি আসবে বলে- ভাস্কর বাগচী’র কবিতা
পরবর্তী নিবন্ধকি করে বলবো ভালোবাসি..? দেবাশীষ সরকারের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে