বাগাতিপাড়ায় মিথ্যা মামলায় হয়রানী করা হচ্ছে বলে দাবি স্বজনদের

0
722
বাগাতিপাড়া

সেলিম রেজা বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় হাসান আল বান্না (২৪) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। আটক বান্না বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার রওশোন কামালের ছেলে। শনিবার সন্ধ্যায় নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক বলেন, আটক বান্না’র সাবেক স্ত্রী মিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে গতকাল তাকে আটক করা হয়। আজ রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক হাসান আল বান্না’র বাবা রওশোন কামালের দাবি, তার ছেলের সঙ্গে ওই মেয়েটার বিয়েই হয়নি। মেয়টি প্রতারক নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে আমার ছেলের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক করে। পরে বাগাতিপাড়া মডেল থানার একজন এএসআই সাজ্জাদের যোগসাজসে গত ১৭সেপ্টেম্বর নিজেকে দুই মাসের অন্ত সত্তা দাবি করে মিথ্যা মামলা করে। কিন্তু সে অন্ত সত্তা নয়। অথচ আবারো আমার ছেলের নামে মিথ্যা অভিযোগ এনে পুলিশ আটক করেছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এমন মিথ্যা মামলা থেকে অব্যাহতির আবেদন জানাই সরকারের কাছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঈদের সময় জনসাধারণকে যা করতে বলল স্বাস্থ্য অধিদপ্তর
পরবর্তী নিবন্ধহ্যাপি নাটোর ঈদ উপহার পৌছে দিলো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে