বাঘার মনিগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত -১ অগ্নিদগ্ধ ৮

0
602
আগুন

মোঃরাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ- রাজশাহীর বাঘা পৌরসভার অধীন মনিগ্রাম বাজারে মনিরুল পেট্রোল হাউজে আজ রোজ মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ পেট্রোলের ড্রাম গ্যাস করে এক ভয়াবহ অগ্নিকান্ডের সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে ফায়ার সার্ভিসকে মুঠোফোন জানান জনতা, কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আানার চেষ্টা কররা সময় এক ফায়ার সার্ভিস কর্মি নিহত হন, আহত হন অগ্নিদগ্ধ ৮ সহ অর্ধশতাধিক। ওই পেট্রোল হাউজের আগুনে মার্কেট মালিক মোঃ ইমরান আলীর বাড়ি সহ নগদ ত্রিশ হাজার টাকা পুড়ে যায়। এতে দোকানি সহ মার্কেট মালিক,আসে পাশের খয়খতি প্রায় ৩০ লক্ষ থেকে ৩৫ লক্ষ বলে জানায় সংবাদ কর্মিদের। আহত হন মনিগ্রাম ৪ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃসাইফুল ইসলাম, পান্না, রবি, মাওলা, রমজান, জানু, তুষার, সাইফুল সহ নাম না জানা অনেকেই। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ‘মহামারি প্রতিরোধে জাতীয় ঐক্য প্রয়োজন’- কামরুল হাসান কামু
পরবর্তী নিবন্ধমরীচিকা -শাপলা জাকিয়া‘র ভৌতিক গল্প -পর্ব ১১

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে