বাজেয়াপ্ত -কবি সাফিয়া খন্দকার রেখা‘এর কবিতা

0
382
সাফিয়া খন্দকার রেখা

বাজেয়াপ্ত

কবি সাফিয়া খন্দকার রেখা

প্রথম কবে সুন্দরেরা ছুঁয়েছিলো চোখ!
বাজেয়াপ্ত কখন হোল হৃদয়ের বোধ!!
ব্যাকুল জোৎস্নাফুল ফুটেছিলো কবে কিচ্ছু মনে নেই
ভুলে যাওয়া অসুখে ভুগছি আজকাল।
ভালোবাসায় জীবনযাপন ছিলো কোন বেলায়!
কথা কেউ দিয়েছিলো কানামাছি খেলায়!
আঙিনায় ছিলো বুঝি শেফালি বকুল
হাজার দুয়ারী ঘর হাত তুলতুল!!
ব্যকুল গ্রীবা কবে ছুঁয়েছিলো চাঁদ
ঠোঁট তখন বুঝেছে কি ভালোবাসা ফাঁদ?
কিচ্ছু মনে পড়ছেনা আজকাল।
ভুলে গেছি সব কিছু আঙুলের শোক
কে যেনো পুড়িয়ে ছিলো কোন সেই লোক!
ভুলে গিয়ে ভালো আছি ব্যাকুল জ্বরা
শিশিরে থাকুক লেখা দারুণ খরা।

Advertisement
উৎসসাফিয়া খন্দকার রেখা
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে ফাতেমা জেনারেল হাসপাতালের উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাটোরে আজ মাক্স না পরায়, ৫১ জনকে সাজা, ৯৮০০ টাকা জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে