‘বাবার চোখে প্রবীণ আশা’ কামরুল হাসান কামু

0
565

‘বাবার চোখে প্রবীণ আশা’
কামরুল হাসান কামু

কী এক আশা প্রবীণ হয়ে গেলো বাবার চোখে,
তবু উৎফুল্ল থাকে কচিলতার মতো নুইয়ে নুইয়ে।
বড় হও ;
সবিনয়ে সয়ে যাও ;
বেদনা গিলে গিলে সয়ে যাও,সেই দিনের কাছে।
বাজেটীয় ফসলি জমি ফিরবে
ফিরবে তুলতুলে আদরমাখা ভোরে।

কী এক উৎফুল্ল আশাঘেরা দিন নিয়ে
প্রত্যহ তৈরি হই,
পথ উদ্যত হইয়ো না
প্রত্যহ প্রশস্ত হও,বাবার জন্যে।

কী এক উৎফুল্ল কথার রাত,শুয়ে আছে হৃষ্ট-পুষ্টঘাসের মাঠে
বাজো,মৌ মৌ বাজো চারপাশে
সমুদ্রতারার মতো আঁকা আশার ফুল নিয়ে
সবিনয়ে অপেক্ষা আমাদের সেই দিনের কাছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“পুরোনো সে ঋণ”- আসাদজামানের কবিতা
পরবর্তী নিবন্ধ“ঘুমের কুঁড়ি”- শা ফি ক আ ফ তা ব-এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে