বাবা -কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
769
আজাদুর রহমান

বাবা

কবি আজাদুর রহমান

আপনার ব্যার্থ শরীর জানত
নিরাময় উড়ে গেছে আসমানে,
আপনার মৃত্যু হবে।
শেষবেলায় আপনি বড় নিঃস্ব,
ঈশ্বরের মত নিদারুন,
একমাত্র একা।
সেকারনেই আপনি লুকিয়ে লুকিয়ে
ভেন্টোলিন সিরাপ খেতেন,
অ্যাসমা’র বড়ি গিলে সারা রাত কাঁশতেন।
আপনার কফ গলানো কাঁশির শব্দে
কোন কোন রাতে আমাদের কাঁচা ঘুম
ছিঁড়ে যেত, আমরা বিরক্ত হতাম। তারপর,
আপনার জবুথবু মুখের দিকে তাকাতে তাকাতে
আমাদের ভ্রুগুলো একদা কুঁচকে যেত।
আমরা পাশ ফিরে শুয়ে থাকতাম!
কেউ কোন কথা বলতাম না,
যেন আর মাত্র তো ক’টা দিন! এরপর আমরা,
সকলে আরাম করে ঘুমোতে পারব।
আপনি, শুধু আপনিই জানতেন,
আপনি মারা যাবেন।
আকাশের দুর্বল তারাদের মত
টুপ করে পৃথিবী থেকে খসে পড়বেন।
সে কারণেই আপনি বালিশের নিচে
মারনাস্ত্রের সতর্কতায় ইনহেলার রাখতেন।
আমরা কেউ ই আপনাকে পাত্তা দেই নি
অথচ আপনি তখনও মারা যাচ্ছিলেন।

০৬ মার্চ, ২০১৮

Advertisement
উৎসআজাদুর রহমান
পূর্ববর্তী নিবন্ধছাত্রভর্তি,যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ,পরিস্কারের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখা যাবে
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদের অপসারন ও বরখাস্তের দাবী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে