বাবুর দান- ভাস্কর বাগচী
বাবু করিবেন দান!
হইবে না!
ফোটো সেশান?
বাপু হে,
ভাবিয়াছো এটা
বিধাতার অনুদান?
এক মুঠো চাল;
আর আধা মুঠো ডাল।
ভড়ে দাও,
বড় বড় ব্যাগে,
ছবি আসা চাই কিন্তু,
সব জাতীয় দৈনিকে!
ই মিডিয়াদের দিয়াছিলো খবর!
ওরাই তো কেড়ে দেয় সবার নজর।
ব্যনার আর মাইকিং
চাই ফাটাফাটি,
ফেসবুকে চাই
লাইক হাজারি!
এতে যদি টাকা লাগে
ত্রাণে র চেয়ে বেশী!
তাহা দিতে বাবু – আমি
সদা রাজি আছি।
ভাস্কর বাগচী ০১/৪/২০২০
Advertisement