বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান

0
1363
Boraigram

নাহিদুল ইসলাম, নাটোরকন্ঠ:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে মধ্যবিত্তসহ অসহায়দের বাড়িতে খাবার পৌছে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বাড়ির মালিকদের বলছেন বাড়ির বাহিরে আর তোমাদের খাবারের জন্য বের হতে হবে না। ফোন করলেই খাবার পৌছে দেয়া হবে বাড়ীতে। আপনারা বাড়ীতে অবস্থান করুন। জানা গেছে, করোনা পরিস্থিতিতে উপজেলার সব দোকানপাট বন্ধ। বাড়ির বাহিরেও চলাচলে নিষেধাজ্ঞা। সমাজের মধ্যবিত্তদের অনেকের ঘরে খাবার ফুরিয়ে গেছে। তারা নিজ আত্মসম্মানের কারণে কোন জনপ্রতিনিধির কাছে খাবার চাইতেও পারছিলেন না।এ অবস্থায় অসহায়দের বাড়িতে গিয়ে পৌছে দেওয়া হচ্ছে খাবার। নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তি বলেন,অটোভ্যান চালিয়ে সংসার চলে আমার। গত কয়েকদিন ধরে আমার গাড়ি চালানো বন্ধ। বাড়িতে খাবার ফুরিয়ে গিয়েছিল।

লোকলজ্জায় লাইনে দাঁড়িয়ে কোন জায়গা থেকে খাবারও নিতে পারছিলাম না। পরিবার নিয়ে ঘরে নিরবে কাঁদছিলাম। সিদ্দিক স্যার আমাদের বাড়িতে এসে খাবার দেওয়া কষ্টটা একটু লাঘব হয়েছে। ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, সমাজে অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা নিজ আত্মসম্মানের কারণে প্রকাশ্যে কারো কাছে কোন কিছু চাইতে পারেন না। নিরবে কষ্টে তাদের দিন চলে যায় কেউ বুঝতেও পারে না। আর আমি নিজ গাড়িতে করে ওই পরিবারগুলোর বাড়িতে খাবার পৌছে দিয়ে যাচ্ছি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকরোনা প্রতিরোধে ইউএনও প্রিয়াংকা দেবী পাল‘র নানা উদ্যোগ
পরবর্তী নিবন্ধনাটোরে অসহায় স্কুলছাত্রী ফুলমতিকে হুইল চেয়ার দিলেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে