“বিফল হলো নাকি”
কবি শাহিনা খাতুন
শীর্ণা নদীর স্বচ্ছ জল
চেঙ্গী তাহার নাম
লোহার পুলে হ্রদয় বান্ধা
কে কে যাবি চল?
নদীর এক পাড়ে ছিল
কামনায় ভরা হাতের ইশারা
অন্য পারে নানারকম বৃক্ষরাজি
আর শান্তি পারাবার।
অগ্নিসখা গন্ধ বয়ে ঘুরে বেড়ায়
মনটা যে তার কেমন কেমন করে।
তার চুলের গন্ধে শাড়ির রঙে
যোগীর ধ্যান যে ভেঙে যায়।
সাধক কারে দেবে দোষ?
ভেবেছিল ইন্দ্রিয়দ্বার বন্ধ বুঝি
পেয়েছে খুঁজে তাঁরে।
মনের মালিক দেহের মালিক
বুঝি সেই আছে অন্তরে।
চুলের গন্ধে ভুল ভেঙে যায়
শাড়ির রঙে এখনো যে
রয়েছে তার মন রাঙানো
বুঝতে পেরে লজ্জিত হয় সে।
লোভের দেশে এখনো তার ঘর যে বাধা
কামনার বন্হিজ্বালাও রয়ে গেছে
এসব ভেবে নিজের উপর রাগ করে সে
তাইতো ক্রোধটাওতো শেষ হয়নি!
তবে এতোদিনের ধ্যান সাধন
বিফল হলো নাকি?
Advertisement