“বুমেরাং অগ্রগতি” – কাজী আতীকের কবিতা

0
708
Qazi-Atiq
বুমেরাং অগ্রগতি/
কাজী আতীক।

আর্কটিক অ্যান্টার্কটিকা কিংবা শীত যেখানে প্রবল
ধোঁয়া উড়তে দেখলেই
সেখানে আগুনের হল্কা ভাবা যাবে না
বরফের চাইও হতে পারে উৎস সেই ধোঁয়ার,
তাই হয়তো ওম নয়, আরো হিম ওখানে কেবল,
ঠিক যেমন চোখের ধাঁধাঁ মরীচিকা মরুর।

সবারই লক্ষ্য যদি শান্তির অন্বেষণ
অথচ কেবল অশান্ত সময়ের বিস্তার
যেমন বরফ গলে গলে ক্রমশ সম্প্রসারিত আর্কটিক
অথবা ক্রমশ সংকোচিত অ্যান্টার্কটিকা,
বাড়ছে কেবল ভারসাম্যহীনতা- তাই তটস্থ প্রাণীকুল।

এই যে সময়, এখোন নাকি চূড়ান্ত অগ্রগতির কাছাকাছি
অথচ সীমিত হচ্ছে মানুষের স্বাভাবিক গতি প্রকৃতি
নিয়ন্ত্রণ আর বাঁধার প্রাচীরগুলো এখোন আকাশ ছুঁই ছুঁই,

একটাই পৃথিবী, মানুষের জন্য এবং আরো যারা প্রাণী,
কারো জনই কোথাও চলাচল, বসবাসে বাঁধা নেই যদিও
কেবল মানুষের অধিকার হরণের খেলা চলছে চারিদিক।

অতঃপর; মানুষ হয়তো অচিরেই আবার গুহাবাসী হবে
নাহয় সম্ভবত থাকতে হবে শুধু নিজদেশে দেশবন্দী হয়ে,
আর- তাহলেই বোধকরি সাধিত হবে কথিত চূড়ান্ত অগ্রগতি!

(নিউ ইয়র্ক, ৯ ফেব্রুয়ারি ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ভেবে দেখতে পার” – কবি শাহিনা রঞ্জু’এর কবিতা
পরবর্তী নিবন্ধ“প্রভুবন্দনা”- এম আসলাম লিটনের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে