একটি শোক সংবাদ —
——————————-
বুড়াদরগাহ গোরস্থানের গোড়রক্ষক দরবেশ দাদা আর নেই
দীর্ঘ ৫০ বছর ধরে নাটোর শহরের বুড়া দরগাহ গোরস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বরত সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন মুরব্বী আব্দুল হামিদ আর নেই।দরবেশ নামেই তিনি বেশি পরিচিত। (ইন্নালিল্লাহে ওয়া ইনইলাহি রাজেউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯০ থেকে ৯৫ বছর। গত ৫০ বছর ধরে আমাদের এলাকার গোরস্থানের পাহারদার হিসেবে নিয়োজিত আছেন। নিজ হাতে আমার বাবা, মা সহ শত শত মানুষকে কবর দিয়েছেন।
মরহুমের নামাজে আজ রোববার রাত ১০ টায় নাটোর এন এস সরকারী কলেজ মাঠে অনুষ্টিত হবে।।।
দরবেশ দাদু মারা যাওয়ায় আমাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দরবেশ দাদু গোরস্থান শুধু পাহারাই দিতো না। পরিস্কার পরিচ্ছন্ন রাখতেন। শেয়ালের হাত থেকে মৃতদেহকে রক্ষার জন্য সারা রাত পাহারা দিতেন। দোয়া দরুদ পাঠ আর জিকির আসগর করে সারারাত কাটাতেন। মৃতদেহের মৃত্যুর সময় এবং তারিখ লিখে রাখতেন। বৃক্ষ প্রেমিক দরবেশ দাদুর সারা জীবন গাছ লাগিয়েছেন গোরস্থান জুড়ে।। পৌরসভার সামান্য সম্মানী দিয়েই ছেলে মেয়েদের অনেক কষ্টে মানুষ করেছেন। কেউ খুশি মনে কিছু দিলে নিতেন। কারো কাছে কোন চাওয়া পাওয়া ছিল না।।।অনেক ভালো মানুষ ছিলেন তিনি।।