বৃষ্টি নামে -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
619
Shaheena Ronju

বৃষ্টি নামে

কবি শাহিনা খাতুন

শিরনী গাছের পাতারা আজ
পাখি হয়ে উড়ে গেছে
আর বটগাছটা নাইতে গেছে
মোল্লা বাড়ির পুকুর পাড়ে।
এমন সময় বৃষ্টি নামে
বৃষ্টি নামে ফুটপাতে
বৃষ্টি নামে পিচের পথে
বটের ছিল লাল শাড়ি
নীলাম্বরী পাড়ের মধ্যে
চিকন একটা কাচের চুড়ি।
বটের মুখে মিষ্টি পান
খয়েরী ঠোঁটের আগায় ছিল
নিলাজ হওয়া হাসির ঝলক।
রাস্তাগুলো গান ধরেছে
অনেকদিনের পুরনো সেই
ঘুম পাড়াণির গান।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধজয় হবে মানুষের -কবি চিন্ময় সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় নিম্নমানের কাজ হওয়ায় ব্রীজের কাজ বন্ধ করলো এলাকাবাসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে