বৃষ্টি নামে
কবি শাহিনা খাতুন
শিরনী গাছের পাতারা আজ
পাখি হয়ে উড়ে গেছে
আর বটগাছটা নাইতে গেছে
মোল্লা বাড়ির পুকুর পাড়ে।
এমন সময় বৃষ্টি নামে
বৃষ্টি নামে ফুটপাতে
বৃষ্টি নামে পিচের পথে
বটের ছিল লাল শাড়ি
নীলাম্বরী পাড়ের মধ্যে
চিকন একটা কাচের চুড়ি।
বটের মুখে মিষ্টি পান
খয়েরী ঠোঁটের আগায় ছিল
নিলাজ হওয়া হাসির ঝলক।
রাস্তাগুলো গান ধরেছে
অনেকদিনের পুরনো সেই
ঘুম পাড়াণির গান।
Advertisement