বেদনায় বসন্ত -আলাউদ্দিন জালাল‘এর কবিতা

0
21
Alauddin Zalal

বেদনায় বসন্ত

আলাউদ্দিন জালাল

ফাগুন তুমি বড়ই নিষ্ঠুর,
এত পরে যখন এলে
তবে কেন এ বিধুর বেদনা দিলে।
সুস্ক বাতাস ঢেলে দিয়ে কলিজায়
প্রথম প্রহরে দিলে যত কষ্টের ঢ্যারা
মোরে একাকিত্বে রেখে অপরুপ চেতনায়।
রংয়ের আমৃত্যু সরব তোমাতে কলি
প্রভাতে উঠিয়া রাঙিয়ে পুর্ব আকাশ।
বাসন্তী প্রহরে গুনে ফিরে দেখি ঈশানে তুমি
দিন শেষে বড়ই জ্বালাময়ী বুকভাঙা কোল।
শয়নে কোলে ফিরে ফিরে পাবোকি তারে
আবারও ফিরতে হবে তো বহুকাল দেরি,
অপেক্ষায় রইলাম যতক্ষণ না ফিরিবে তুমি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ট্রেনের ধাক্কায় যুবক নি.হ.ত
পরবর্তী নিবন্ধআগামীকাল নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে