ব্যঘ্র মানব
মো. নজরুল ইসলাম
আমাদের ধরাইল গ্রামের ব্যঘ্র মানব
লোলিত গোবিন্দ নাম
অবাক লাগিত দেখিয়া তাহার অনেক কিছু কাম।
জমিদারী প্রতাপ ছিল যখন
আমাদের এই দেশে
সেই সময়ের একটি কথা শুনে মানুষ মরত হেসে,
একদিন ধরাইল বাজারে
মাছ কিনিছেন লোলিত গোবিন্দ সাহা
ঐ সময়ে আসেন বাজারে জোতিন্দ্র নাথ বাবু ওথায়
দাম বলিয়া দাড়িয়ে আছেন
লোলিত গোবিন্দ সাহা
দেখিয়া ও দেখিলেন না জোতিন বাবু তাহা
যেইনা বেচারা দাম করিল
ঐনা মাছের ডালি খানি
ওমনি তাহা স্বজোড়ে তুলিয়া
মাথায় দিলেন ঢালি।
দেখিয়া বাজারের লোক অবাক হইল
সব প্রজা হইয়া রাজার মাথায়
ঢালিল মাছের ঢালি বিবেক বুদ্ধিতে
অতি পাকা সে মুক্তারি পাশ করি
আর একটি গুনের কথা না বলিলেই না
বিনা পয়সায় ঔষধ দিতো গ্রাম বাশির সবায়
ধার চাহিলে দিতো টাকা তার সকাল সন্ধা নাই মানা
সময় মত পরিশোধ না করিলে ভিটা বাড়ী ছাড়তো না
সুদের সুধ আদায় করিত
মোকরদমা দিয়া
ভিটা বাড়ী উচ্ছেদ করিত সরকারী ফৌজ নিয়া
ডিগড়ী জারি করত ভারি মুক্তারি তার বাহাদুরী
কাউরে সে ছাড়তো না।