“ব্যাংক”
কবি শাহিনা রঞ্জু
টাকাও নয় কড়িও নয়
দুঃখ জমা রাখবো বলে
ব্যাংক খুঁজে ফিরছিলাম
লাল নীল সবুজ হলুদ
নানাবরণ দুঃখ আছে
ঘরখানা খুব ছোট আমার
তোমরা বল রাখবো কোথায়?
কার কাছে যাই?
সুখের খোঁজে ব্যস্ত সবাই
দুঃখের ভারে নুয়ে পড়া
অবুঝ পরান কেউ চায়না।
সিন্ধুকে ঐ দুঃখ ভরে
আমায় তোমরা শূন্য করে দাও
আমায় তোমরা শূন্য করে নাও
আমার দুঃখ চাইনা সুখও চাইনা
আমায় শুধু একটুখানি সময় দাও
একটু বস কিশোর বেলার মত
অপ্রয়োজনে খিলখিলিয়ে হাস
কাঁচের চুড়ি রঙিন জামা
ওসব নিয়ে স্বপ্ন দেখার
মজার সময় আমায় একটু
ফেরত দিয়ে যাও।
Advertisement