ব্রত–
-সৈকত হাসান
কাজ করিব যেমন তেমন
প্রচার হইবে মনের মতন,
তবেইনা ডেকে কহিবে সুজন
-আয়রে আয় মোর প্রানের সুজন,
তোকেই মোদের আজ প্রয়োজন।
যদি থাকে তোর মতো গুণীজন
ধরণীর আর কি প্রয়োজন।
আর-
মানিয়া কাজের সঠিক ধরন
করিয়া সঠিক যা প্রয়োজন
প্রচার করিলে অতি সাধারন
কহিবে সুজন-
ওরে বাছাধন, কাজ কামে তুমি
অতি সাধারন।
যা ছিল তোমার করা প্রয়োজন
করিয়াছ তাহার কমে অনেকগুন।
এভাবে চললে ওরে বাছাধন
পাইবে পদবী মানচলন।
তাইতো বলি-
ওহে সাধারন,
করিয়া কাজ যেমন তেমন
প্রচার করো মনের মতোন
মনের সাধন থাক বা না থাক
কইবে সুজন তুমিই অসাধারন।
Advertisement