বড়াইগ্রামে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করলেন সাংবাদিক জাহিদ

0
389
জাহিদ

নাহিদুল ইসলাম,

নাটোর বড়াইগ্রাম উপজেলায় ব্যাক্তি উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ) সকালে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে ১শ’ পরিবারের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। বর্তমান করোনা ভাইরাসের কারনে দেশে জরুরী অবস্থা চলছে তাই দুস্থ- অসহায়দের পাশে বিত্তবান সহ বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান ৭১ বাংলা টিভির নাটোর জেলা প্রতিনিধি জাহিদ হাসান। এ সময় করোনা প্রতিরোধে এবং জনসচেতনতায় গরীব এ দেশে সকলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন জেটিভির নাটোর জেলা প্রতিনিধি নাহিদুল ইসলাম। খাদ্য বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চ্যানেল টি ওয়ানের জেলা প্রতিনিধি আবু মুসা,আলোকিত সময়ের জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ,জাতীয় আদিবাসী পরিষদের বড়াইগ্রামের সভাপতি যদু কুমার সহ আরো অনেকে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপ্রার্থনাগীত -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় বিক্রির সময় অসুস্থ গরুর মাংস জব্দ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে