বড়াইগ্রামে এমপি আব্দুল কুদ্দুসের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে উপহার বিতরণ

0
646
Kuddus

এন. ইসলাম, নাটোরকন্ঠ:নাটোরের বড়াইগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় গুরুদাসপুর- বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি কর্মহীন ও হতদরিদ্র মানুষদের মাঝে দ্বিতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, বড়াইগ্রাম উপজেলার ও বড়াইগ্রাম পৌরসভার – ১ নং থেকে ৯ নং ওয়ার্ডের মোট ৩১৫টি কর্মহীন- হতদরিদ্র পরিবারের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুল হক বাচ্চু, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ শোভন প্রমুখ। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন- আমি জনগনের জন্য কাজ করি। আমি সবসময় আমার জনগণের পাশে ছিলাম এবং থাকবো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে রাতে বসছে লক্ষীপুর হাট
পরবর্তী নিবন্ধগুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে দুস্থদের উপহার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে