এন. ইসলাম, নাটোরকন্ঠ:নাটোরের বড়াইগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় গুরুদাসপুর- বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি কর্মহীন ও হতদরিদ্র মানুষদের মাঝে দ্বিতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, বড়াইগ্রাম উপজেলার ও বড়াইগ্রাম পৌরসভার – ১ নং থেকে ৯ নং ওয়ার্ডের মোট ৩১৫টি কর্মহীন- হতদরিদ্র পরিবারের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুল হক বাচ্চু, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ শোভন প্রমুখ। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন- আমি জনগনের জন্য কাজ করি। আমি সবসময় আমার জনগণের পাশে ছিলাম এবং থাকবো।
Advertisement