বড়াইগ্রামে প্রয়োজন ছাড়া বের হবেন না-পুলিশের বিশেষ টহল

0
1323
Boraigram

নাহিদুল ইসলামঃ নাটোরের বড়াইগ্রামে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সকল প্রকার যানবাহন চলাচলে অভিযান চালিয়েছে বড়াইগ্রাম থানা পুলিশ। শুক্রবার বিকেল থেকে বড়াইগ্রাম থানার মোড় ,মানিকপুর রাজ্জাক মোড়, কয়েন বাজার, রাজাপুর সহ বিভিন্ন বাজারে কঠোর ভাবে অবস্থান নিয়ে এ টহল জোরদার করা হয়।

সেই সাথে জরুরী প্রয়োজনের যান বাহন ছাড়া সকল যানবাহন চেকপোস্ট বসিয়ে চেক করা হচ্ছে। অটো ভ্যান গুলোতে অসুস্থ রোগী ছাড়া অতিরিক্ত যাত্রী হয়ে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না।প্রয়োজন ছাড়া সবাইকে বাইর হতে নিষেধ করা হয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান -অপ্রয়োজনে কাউকে রাস্তাঘাটে ঘুরতে দেওয়া হবে না।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশুভ জন্মদিন.. শেখর কুমার স্যানাল শ্রদ্ধাভাজনেষু .
পরবর্তী নিবন্ধসামান্য -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে