বড়াইগ্রামে ১৩ বছরের কিশোরী ৫ মাসের অন্তঃস্বত্বা

0
975
Pregnent

জে,ইসলাম,বিশেষ প্রতিনিধি,বড়াইগ্রাম,নাটোরকন্ঠ :

বড়াইগ্রামে ১৩ বছরের কিশোরী বিয়ের প্রলোভনের স্বীকার হয়ে এখন ৫ মাসের অন্তঃস্বস্তা। তার দাবি তার গর্ভের সন্তানের পিতা তারই চাচাতো ভাই এইচএসসি পরীক্ষার্থী সোহাগ। উভয়েই পিতৃহীন। পাশাপাশি বাড়ি। দু’বছর ধরে তাদের মধ্যে চলছিলেএই প্রেমের সম্পর্ক। এ অবস্থায় অন্তঃস্বত্বা হয়ে পড়ে ষষ্ঠ শ্রেনীর ওই ছাত্রী । ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন গ্রামের। উভয় পরিবারের কেউই বুঝে উঠতে পারছেন না তারা কি করবেন। তবে প্রেমিক সোহাগের বোন তার ভাইকে নির্দোশ দাবি করলেও স্বজনা চাচ্ছেন বিষয়টি নিয়ে রশি টানাটানি না করতে। তারা চাইছে দ্রুত একটা সমাধান।  স্বজনরা সমাধান পথ খুজলেও গ্রামবাসী খবর পৌছে দিয়েছে পুলিশের কাছে।

এদিকে নারীবাদী বিভিন্ন সংগঠন বিষয়টিকে দেখছেন সামাজিক অপরাধ হিসাবে। এটা নিশ্চিত বিয়ের প্রলভন দেখিয়ে ভোগ করা বা যাকে ধর্ষণ আখ্যায়িত করা যেতে পারে। আইনের আওতায় এলে তারা সহায়তা করতে প্রস্তুত বলেও জানায় তারা।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, এই ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধচৈতী -নাদিয়া মোহাম্মদ‘এর লেখা গল্প
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে কুপিয়ে যুবকের পা কেটে দিল দুর্বৃতরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে