বড়াইগ্রামে ১৫৫ টি পরিবারে গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের খাদ্য বিতরণ

0
746
Boraigram

নাহিদুল ইসলামঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৫৫টি অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (১৪ই এপ্রিল) মঙ্গলবার সন্ধায় গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন- গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মুরশেদ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ সুমন সরকার, সহ- সভাপতি মোঃ সাজেদুল ইসলাম সাজু, সহ- সভাপতি শ্রী দেবাশীষ সরকার,দপ্তর সম্পাদক মোঃ ফাহাদ আলম প্রমুখ। জনবহুল বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্ক ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি সাবলম্বীদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার আহবান জানান গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন সরকার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসূর্য দহনে দগ্ধ হয় মানুষ – আসাদজামানের কবিতা
পরবর্তী নিবন্ধচাঁচকৈড় ডা: বিধান চন্দ্র দাম গরিব অসহায়দের সহায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে