বড়াইগ্রাম আগুনে পুড়ে গেল বেশ কয়েটি ঘরবাড়ি

0
538
আগুন


নাটোরকন্ঠ:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঁঝগাও ইউনিয়নের ছাতিয়ানগাছা গ্রামে আগুনে পুড়ে গেছে বেশ কয়েটি পরিবারের রান্না ঘর সহ ১৬টি টিনের ছাপড়া ও রান্না ঘর।স্হানীয় মেম্বার মোক্তার আলী বলেন,সাহাদতের স্ত্রী রবিবার বিকালে রান্না করার সময় তার ছেলে ঘরের মধ‍্য চকির উপর থেকে পড়ে যাই ছেলেকে আনতে ঘরের মধ‍্য গেলে চুলা হতে আগুন সুএপাত হয়, দ্রুত আগুন নিয়ন্ত্রণ এর বাহিরে চলে যাই পার্শ্ববতী বাড়িতে আগুন লেগে পরপর সাহাদত সহ নুরু ভুইয়া,আলেয়া, রুহুল আমিন,রুবেল,সালামত,আরও দুইজনসহ আটটি বাড়ি রান্না ঘর সহ আগুন লাগে পরে ফায়ার সার্ভিস সংবাদ দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে এর মধ‍্য আটটি গরীর পরিবারের সব কিছু পুড়ে শেষ হয়ে যায়,এই দূর্ঘটনা বিষয় জানতে ফোন করলে ফায়ার সার্ভিস এর ইনর্চাজ মোঃ আব্দুল সালাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করেন, ক্ষতির পরিমান জানা যাইনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে কর্মহীন মানুষদের মাঝে এমপি রত্না আহমেদ’র খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসিংড়ার মহিষমারী গ্রামে একই পরিবারের ৫ জনের সর্দি জ্বর, নমুনা সংগ্রহে মেডিকেল টিম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে