বড়ো বেশি শ্রুতিকটু এই সাইরেন কোলাহল -কবি কাজী আতীক‘এর কবিতা

0
399
Qazi Atiq

বড়ো বেশি শ্রুতিকটু এই সাইরেন কোলাহল

কবি কাজী আতীক

বড়ো বেশী শান্ত চারদিক, বড়ো অস্বাভাবিক শান্ত,
কান পেতে থাকি যদি শুনতে পাই এক আধটু
চাকার ঘর্ষণ অথবা ইঞ্জিনের শব্দ কিংবা বাতাস আর
গাছের পাতার ফিসফাস আওয়াজ, মাঝে মধ্যে কেবল।

কতো আর এভাবে ঘরে থাকা যায়? শৃঙ্খলিত যাপন!
কতো আর এভাবে মেনে নেয়া যায় – বিচ্ছিন্ন জীবন?

কোথাও কোনো স্বাভাবিক শব্দ নেই কিংবা কোনো কোলাহল,
শব্দ কোলাহল যাকিছু কেবল এ্যাম্বুলেন্সের জরুরী সাইরেন,
মাঝে মধ্যেই বিকট তীব্রস্বরে জানান দেয় কেবল-
আক্রান্তের কাতারে যোগ দিলো নূতন কেউ আরো একজন।

কেঁপে উঠে অন্তরাত্মা, ভেঙ্গে যায় মনোবল,
বড়ো বেশি বিশ্রী আর অসহ্য এই শান্তভাব,
বড়ো বেশি বিশ্রী আর শ্রুতিকটু এই সাইরেন কোলাহল।

(নিউ ইয়র্ক, ৪ এপ্রিল ‘২০২০)

Advertisement
উৎসQazi Atiq
পূর্ববর্তী নিবন্ধনাটোরে কর্মহীন মানুষদের মাঝে বিভিন্ন সংগঠনের খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণ
পরবর্তী নিবন্ধকরোনা ভাইরাসের উপর তাপমাত্রার প্রভাব -জাহিদ বিন আজাদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে