“বড় দেরী করি আমি “- ওয়াহিদ জালালের কবিতা

0
637
ওয়াহিদ জালাল এনকে

বড় দেরী করি আমি
– ওয়াহিদ জালাল

সব সময়ই বড় দেরী করি আমি!
মাটির দেহে পড়ে থাকা ভোরের
বকুল কিংম্বা বাপের বাড়ি থেকে
ফিরে যাওয়া নারীর বিনয়ী কান্না শুনতে-
বড় দেরী করি আমি।

সব সময়ই বড় দেরী করি আমি!
তোমার চোখের দিকে তাকিয়ে খুব
জরুরী কথা বলতে, না হয় তোমাকে
অকারণে ডাকতে অথবা তুমি ফিরে যাচ্ছো
তোমাকে আবার কাছে এসো বলতে-
বড় দেরী করি আমি।

সব সময়ই বড় দেরী করি আমি!
জীবনের ঘামে ভেজা বহুকালকে বুকের
উঠোনে দীর্ঘশ্বাসে শুকাতে কিংম্বা কলঙ্কের
সুতা আঙ্গুলে জড়িয়ে বুকের ক্ষতকে রিফু
করতে, ভেঙে পড়ে যে ঘর তার কাছে দাঁড়াতে-
বড় দেরী করি আমি।

সব সময় বড় দেরী করি আমি!
কোলাহল সাঙ্গ হয়ে এলে নীরব ধুলোর
বুকে পড়ে থাকা ভিখারির আশাগুলোকে
কুড়াতে,তোমার বুকের সঙ্গে লেগে অসম্ভব
ফরিয়দীর মতো তোমাকে ভালবাসি বলতে-
বড় দেরী করি আমি।

০১.০৫.২০১৭
সিডকাপ,ইংল্যান্ড

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“অন্ধ নিরঞ্জন” -আজাদুর রহমানের কবিতা
পরবর্তী নিবন্ধ“ইচ্ছা উপসংহৃতি”- কাজী আতীক এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে