ভাঙলে তো ভাঙ্গাই যায় ! -দেবাশীষ সরকার‘এর কবিতা

0
162
Debashish Sarker

ভাঙলে তো ভাঙ্গাই যায়!

দেবাশীষ সরকার

ভাঙলে তো ভাঙ্গাই যায়! গড়ে কয়জন?
বিশ্বাস যেখানে সত্যের ভিত্তি! যুক্তি কি তাতে বাধা হয়? দেখো কচি পাতা সময় নিয়ে কেমন সবুজ হয়..
স্বপ্ন থেকে সৃষ্টি, ভিত্তি থেকে অট্টালিকা! অনেক পথ, অনেক সময়! এতোটা পথ এসে বলতে নেই! আর যাবো না! এতোটা গড়ার পর বলতে নেই চলো ভেঙ্গে ফেলি খেলা ঘর।
ভাঙলে তো ভাঙ্গাই যায়! গড়ে কয়জন?
ফাগুন যেখানে ধরায় আগুন, সেখানে সবুজ কি তাতে মুগ্ধ হয়? দেখো মরুর কাঁটা গাছও রুক্ষতা থেকে কেমন ফুল – মিস্টি ফল ধরায়!
ধ্বংস তো ধ্বংসই, ধ্বংসের কি কোন রঙ হয়! সৃষ্টির পথ অনেকটা দীর্ঘ, তাতে ঘাম থাকে, আনন্দ থাকে, সুখ থাকে, কষ্ট থাকে, দীর্ঘশ্বাস শেষে থাকে নির্মল হাসি!
ভাঙলে তো ভাঙ্গাই যায়! গড়ে কয়জন?
আমি শেষ বেলায় সবার সাথে হাসতে চাই শুধু হাসি………

Advertisement
উৎসDebashish Sarker
পূর্ববর্তী নিবন্ধকবিতার কখনো ছুটি হয় না -কবি গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধআত্মজা -কবি রুমি চৌধুরী‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে