ভাবে দেহ থাকবে ভবে কতক্ষণ -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা

0
153
Mahfuza Polok

ভাবে দেহ থাকবে ভবে কতক্ষণ

কবি মাহফুজা আরা পলক

টাঙ্গনের ঘোড়া দৌড়াইয়া
ক্লান্ত দেহে আমার মন,
টাঙ্গনের ঘোড়া দৌড়াইয়া
ক্লান্ত দেহে আমার মন,
ভাবে দেহ থাকবে ভবে কতক্ষণ
ও আমার মন,
ভাবে দেহ থাকবে ভবে কতক্ষণ।
রঙ্গে ভরা দুনিয়াদারি
চোখ মুদিলে দিবে আড়ি
যাইতে হবে দুনিয়া ছাড়ি
আসবে যখন নিমন্ত্রণ।
ও আমার মন,
ভাবে দেহ থাকবে ভবে কতক্ষণ
ও আমার মন,
ভাবে দেহ থাকবে ভবে কতক্ষণ।
ওরে আমায় যারা বলতো সাবাস!
তারাই গড়বে মাটির নিবাস,
দেহের গর্ব খর্ব হতে আসবেরে আমার সমন।
ও আমার মন,
ভাবে দেহ থাকবে ভবে কতক্ষণ
ও আমার মন,
ভাবে দেহ থাকবে ভবে কতক্ষণ।
সাড়ে তিন হাত মাটির ঘরে
নিথর দেহ রবে পড়ে,
আমলনামা ঢাল হইবে
সেই সকল উওর দিবে,
আমার তুমার খুলিয়া যখন
শুধাইবে মোর মহাজন,
কী করে বলিব আমার রব একজন,
রাসুল কোন জন?
কী করে বলিব আমার রব একজন,
করি কোন দ্বীন ধারণ?
ও আমার মন,
ভাবে দেহ থাকবে ভবে কতক্ষণ
ও আমার মন
ভাবে দেহ থাকবে ভবে কতক্ষণ।।

১৪.০৯.২০২১ মঙ্গলবার

Advertisement
উৎসMahfuza Polok
পূর্ববর্তী নিবন্ধশঙ্খ -কবি আসাদজামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধশুধু পারুর জন্য : ভাস্কর বাগচী‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে