নাটোর কন্ঠ : ইতিহাস বেত্তা, প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক, বৃক্ষ গবেষক, দেশ প্রেমিক “ভায়লেট হালদার” একসময়ের সৎ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারারএকজন নিবেদিত যোদ্ধা। বর্তমানে পেশাগত কারণে তিনি নরওয়ে প্রবাসী এবং আন্তর্জাতিক নারীবাদী সংগঠক। বরিশাল শহরের গোরাচাঁদ দাস রোডে আজকের এই দিনে পিতা-মাতার কোলজুড়ে এসেছিলেন তিনি।তার পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ভাস্কর্যশিল্পী চিত্তরঞ্জন হালদার ও মাতা ষাটের দশকের অন্যতম নারী সংগঠক ভাস্কর্যশিল্পী ঝর্ণা হালদার। পরিবারের তিনি তৃতীয় সন্তান।আজকে তার এই শুভ জন্মদিনে নাটোর কন্ঠ পরিবার‘এর পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন ……………………..।
Advertisement