ভায়লেট হালদার‘এর জন্মদিনে নাটোর কন্ঠ পরিবারের শুভেচ্ছা

0
427
Violet Halder

নাটোর কন্ঠ : ইতিহাস বেত্তা, প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক, বৃক্ষ গবেষক, দেশ প্রেমিক “ভায়লেট হালদার” একসময়ের সৎ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারারএকজন নিবেদিত যোদ্ধা। বর্তমানে পেশাগত কারণে তিনি নরওয়ে প্রবাসী এবং আন্তর্জাতিক নারীবাদী সংগঠক। বরিশাল শহরের গোরাচাঁদ দাস রোডে আজকের এই দিনে পিতা-মাতার কোলজুড়ে এসেছিলেন তিনি।তার পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ভাস্কর্যশিল্পী চিত্তরঞ্জন হালদার ও মাতা ষাটের দশকের অন্যতম নারী সংগঠক ভাস্কর্যশিল্পী ঝর্ণা হালদার। পরিবারের তিনি তৃতীয় সন্তান।আজকে তার এই শুভ জন্মদিনে নাটোর কন্ঠ পরিবার‘এর পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন ……………………..।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর পৌরসভা নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা !
পরবর্তী নিবন্ধলালপুরের কমল- মমতা দম্পতির হার না মানা সংগ্রামী জীবন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে