ভালবাসার ফেরিওয়ালা
আবু জাফর সিদ্দিকী
ভালবাসার সন্ধান করি
কোথায় গেলে পাওয়া যায়?
ভালবাসায় কেমন অাশা
কাঁদায় নাকি হাসায়?
ভালবাসা কোথায় অাছে
স্থলে নাকি জ্বলে?
ভালবাসলে তারে কি
যায় কখনো ভূলে?
কোথায় অাছে ভালবাসা
নদীতে না সাগরে?
ভালবাসার মানুষ
রয়ে যায় অন্তরে।
পাইনা কোথাও ভালবাসা
পাবো বলো কোথায়?
সেখানে কি পাবো খুঁজে
হারিয়েছি যেথায়।
ভালবাসা খুঁজতে অামার
বয়ে যায় সারাবেলা,
ভালবাসা চাই অামি
ভালবাসার ফেরিওয়ালা।
Advertisement