ভালবাসি
এম আসলাম লিটন
আমি বলব না, ভালবাসি
বলব না ভালবাসি চুল, ভালবাসি ঠোঁট,
নাক কিংবা গ্রিবা
বলব না ভালবাসি ঐ মন-প্রাণ-দেহ।
যখন হেঁটে যাও, চুলগুলো ওড়ে
সাগরের সফেন ঢেউ আছড়ে পড়ে তটে
যখন তাকাও, বিদীর্ণ করে বুক বিষমাখা তিরে
একটুকু ছোঁয়া পেলে
নড়ে ওঠে জীবনের জিয়নকাঠি
তবু বলব না, ভালবাসি; না বলব না।
বুক যদি হয়ে যায় আলাস্কার খটখটে জমিন
মগজের কোষে জমে মরুময় মরিচিকা আশা
অথবা নায়েগ্রার প্রবল প্রপাতে পতিত ধারায়
দিশেহারা হয়ে যায় স্বপ্নেরা;
তবু বলব না, ও জলধি জল দাও, একফোঁটা জল!
বলব না, ভালবাসি
ভালবাসাবাসি বলে-কয়ে হয় না!
Advertisement