ভালবাসি বলে/ শাহিনা খাতুন
যদি কোন বালা মুসিবতে
অনেকের চলে যেতে হয় একসাথে
তবে যারা রয়ে যাবে
তারা মনে রেখো
এই অসচেতন জনপদের
মানুষ বাঁচাতে
আমাদের ইচ্ছের সবটুকু
দিয়েছি আমরা
আমাদের চেষ্টার সবটুকু
করেছি আমরা।
আমার জন্মদাতা পিতা
দেশের জন্মদাতা পিতা
তোমাদের ভালবাসি বলে
নির্ঘুম রাত কাটিয়েছি খুব
আশংকার প্রহর গুনেছি খুব।
Advertisement