“ভালবাসি বলে”- শাহিনা খাতুনের কবিতা

0
548
www.natorekantho.com

ভালবাসি বলে/ শাহিনা খাতুন

যদি কোন বালা মুসিবতে
অনেকের চলে যেতে হয় একসাথে
তবে যারা রয়ে যাবে
তারা মনে রেখো
এই অসচেতন জনপদের
মানুষ বাঁচাতে
আমাদের ইচ্ছের সবটুকু
দিয়েছি আমরা
আমাদের চেষ্টার সবটুকু
করেছি আমরা।
আমার জন্মদাতা পিতা
দেশের জন্মদাতা পিতা
তোমাদের ভালবাসি বলে
নির্ঘুম রাত কাটিয়েছি খুব
আশংকার প্রহর গুনেছি খুব।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“রাখালকাকু”- সুবীর সরকারের কবিতা
পরবর্তী নিবন্ধ“একটি তার ছেঁড়া সংলাপ”- কালিদাস রায়ের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে