“ভালোবাসার সাতকাহন”
কবি আজিজা রুপা‘এর কবিতা
ভালোবাসা কারো জন্য ক্ষণিকের ছলনা,
কারো কাছে বুক ভরা কষ্টের যাতনা।
ভালোবাসা কারো কাছে শুধুই কামনা,
ভালোবাসা কারো জন্য শুধুই খেলনা।
কারো কাছে সারা জীবনের সাধনা।
ভালোবাসা কারো কাছে প্রতিশোধের মাধ্যম,
কারো কাছে চির সুন্দর নিস্পাপ অমূল্য রতন।
ভালোবাসা কারো কাছে শুধুই আত্মত্যাগ,
কারো কাছে অবহেলা আর দাম্ভিকতার এক বহি:প্রকাশ।
ভালোবাসা তোর কাছে আমার বারে বারে হেরে যাওয়া,
ভালোবাসা তোর জন্য আমার নষ্ট হয়ে যাওয়া।
ভালোবাসা কারো কাছে চির প্রতিক্ষা,
কারো কাছে কতগুলো নষ্টামি মেনে নেয়া।
ভালোবাসা কারো কাছে প্রয়োজনের আয়োজন।
ভালোবাসা আসলে পরম পরশ
ইগো আর অহংকারে তার র্অথ হয় নি:শেষ।
ভালোবাস মন থেকে
শান্তি পাবে জগৎ জুড়ে
সত্যি কারের ভালোবাসায় জীবন সাজাও,
অশান্তি অরাজগতা নি:শেষ করে দাও।
Advertisement