ভালোবাসা কারে কয়?
কবি কামরুন্নাহার
জানতে চাইলে ” ভালোবেসেছো কখনো?
না বাবা না। আমি ভালোবাসিনি।
ভালোবাসার জন্য তোমরা দিতে পারো মহা সমুদ্র পাড়ি।
আমি কি তা পারি?
তাই ভালোবাসিনি।
আমার যতো ছোট, ছোট খুশী ওর সাথে।
ইচ্ছে করে রাখতে হাত ওর হাতে।
এরে ভালোবাসা কয়?
তাতো নয়।
তোমরা পারো এনে দিতে হাজার তারার ফুল।
আমার কাছে এ অসম্ভব।
আমার ভালোবাসা? সে তো হবারই নয়।
সবটা ভুল।
আমি শুধু ওর পথ চেয়ে থাকি।
এতো ভালোবাসা নয়।
এত সহজ কাজে কি ভালোবাসা হয়?
ভালোবাসার জন্য তোমরা নাকি দিতে পারো প্রাণ।
আমি কি পারি জানো?
আমি পারি শুধু নিতে ওর হেঁটে যাওয়া পথে
নিশ্বাস নিয়ে, নিতে চাই ওর হেঁটে যাওয়া শরীরের ঘ্রান।
কতো ছোট কাজ বলো!
ইচ্ছে করে বাসতে ভালো তোমাদের মতো করে।
আমিতো পারিনে,
মরতে নয়, আমার যে ওরে সাথে নিয়ে বাঁচতে ইচ্ছে করে।
কত গল্প শুনি ভালোবাসার জন্য
তোমাদের কাছে তুচ্ছ সব,তুচ্ছ পৃথিবী।
আমি সাধারণ।
আমার কাছে ও শুধু সত্য ও ই তো সবই।
একি ভালোবাসা নয়?
তবে বলোনা আমায়
কেমনে বাসি ভালো?
ভালোবাসা কারে কয়?
১৩/৩/২০২০