ভাস্বর বাগচীর আজ শুভ জন্মদিন। এই দিনে নাটোরের প্রথিতযসা ব্যাবসায়ী, বাংলাদেশ স্টোরের স্বত্তাধিকারী চন্দ্রমোহন বাগচীর পুত্র ভাস্কর বাগচী ও ভাবনা বাগচীর কোল আলো করে জন্ম নেয় আমাদের আদরের ভাস্বর বাগচী। নাটোরকন্ঠ পরিবার এই দিনে ভাস্বর বাগচীর দীর্ঘায়ু জীবন ও সুন্দর আগামীর প্রত্যাশা করছে। পাশাপাশি তার জীবন ভরে উঠুক প্রাপ্তি আর সফলতায়। প্রাণভরা আর্শিবাদ… একদিন অনেক বড় হবে ভাস্বর বাগচী এই শুভকামনায়……………
Advertisement