নাটোরকন্ঠ: করোনায় দুর্যোগকালীন বিরুপ পরিস্থিতিতে টিভি ক্যামেরাজার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) ক্যামেরা পার্সনদের সহযোগিতা দিয়েছে হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশন। শুক্রবার ক্যামেরাপার্সনদের সংগঠন টিসিএ কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে সহায়তা পণ্য পৌছে দেয়। সহায়তা পণ্যের মধ্যে প্রতিজনের জন্য রয়েছে ৮ কেজি করে চাল, আাটা ২ কেজি, ১ কেজি ডাল, সাবান, ১ লিটার তেল। হেলথকেয়ারের ডিস্ট্রিবিউশন এর সিনিয়র ম্যানেজার মোঃ সেজাউদ্দিন বলেন, হেলথকেয়ার সবসময় মানুষের পাশে আছে এবং থাকবে। যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকে হেলথকেয়ার। করোনা সংকটকালীন সময়ে গণমাধ্যম কর্মীদের পাশে থেকে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান হেলথকেয়ার ডিস্ট্রিবিউশনের কর্মকর্তাবৃন্দ।
ভিডিও জার্নালিস্টদের পাশে দাঁড়াল হেলথ কেয়ার
Advertisement