ভুলোমনা মানুষ -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
388
Shupti Jaman

ভুলোমনা মানুষ

কবি সুপ্তি জামান

জনম ভোলা আমি
স্যান্ডেল হারিয়ে খালি পায়ে হেঁটেছি পথ
কলম হারিয়ে ভয়ে বলিনি মাকে
একটা নীল জ্যাকেট ছিল ছোটবেলায় খুব প্রিয়
একদিন সেটাও হারিয়ে ফেলেছি
তারপর ঢের কষ্ট পেয়েছি শীতে
চুলে চিরুনি বুলাতে ভুলে যাই এখনও
বাজার করে ভুলে কতদিন তা রেখে এসেছি দোকানে
টাকার ব্যাগটি ব্যাগে না ভরে বের হয়েছি ঘর থেকে
কতদিন বাস থেকে নামতে ভুলে গেছি গন্তব্যে
কেন ভাবনা এসে আমারে ভুলায়
কত কি ভুলে যেতে চেয়েছি
অথচ ভুলতে পারিনি শত চেষ্টায়।
আমি এক ভুলোমনা মানুষ মাত্র
আর কিছু নই।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধলকডাউনের সাতদিন পার হতে চললেও এখনও বাগাতিপাড়ায় খাদ্যসামগ্রী বিতরণ শেষ হয়নি
পরবর্তী নিবন্ধকরোনা -কবি সুপ্তি জামান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে