ভুলোমনা মানুষ
কবি সুপ্তি জামান
জনম ভোলা আমি
স্যান্ডেল হারিয়ে খালি পায়ে হেঁটেছি পথ
কলম হারিয়ে ভয়ে বলিনি মাকে
একটা নীল জ্যাকেট ছিল ছোটবেলায় খুব প্রিয়
একদিন সেটাও হারিয়ে ফেলেছি
তারপর ঢের কষ্ট পেয়েছি শীতে
চুলে চিরুনি বুলাতে ভুলে যাই এখনও
বাজার করে ভুলে কতদিন তা রেখে এসেছি দোকানে
টাকার ব্যাগটি ব্যাগে না ভরে বের হয়েছি ঘর থেকে
কতদিন বাস থেকে নামতে ভুলে গেছি গন্তব্যে
কেন ভাবনা এসে আমারে ভুলায়
কত কি ভুলে যেতে চেয়েছি
অথচ ভুলতে পারিনি শত চেষ্টায়।
আমি এক ভুলোমনা মানুষ মাত্র
আর কিছু নই।
Advertisement