“ভেবে দেখতে পার” – কবি শাহিনা রঞ্জু’এর কবিতা

0
843
www.natorekantho.com

ভেবে দেখতে পার

কবি শাহিনা রঞ্জু

ভালবাসা মনে থাকে
মুখে বলা যায়না
কথার ফাঁকে কথা হলে
তারেতো প্রেম কয়না।
মনে যদি প্রেম থাকে
কথা বন্ধ হয়ে যায়
প্রেমাস্পদের জন্য দেখো
হ্রদয় দুয়ার খুলে যায়।
দরবার জমাও ব্যক্ত কর
ওসব কিন্তু প্রেম নয়
নিজের মনে ডুবে থাক
আক্ষেপ করা ছেড়ে দাও।
অটল থেকে ডাকতে থাক
আনুগত্যের পথ ধর
সব আপত্তি বিদায় দিয়ে
মোনাফেকি ছেড়ে দাও।
মুখে মুখে যদি বল
ভালবাসো তারে
প্রমাণ দিতে প্রস্তুত কিনা
ভেবে দেখতে পার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধদৃষ্টিনন্দন শিমুল বাগানে একদিন -বেণুবর্ণা অধিকারী
পরবর্তী নিবন্ধ“বুমেরাং অগ্রগতি” – কাজী আতীকের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে