ভেবে দেখতে পার
কবি শাহিনা রঞ্জু
ভালবাসা মনে থাকে
মুখে বলা যায়না
কথার ফাঁকে কথা হলে
তারেতো প্রেম কয়না।
মনে যদি প্রেম থাকে
কথা বন্ধ হয়ে যায়
প্রেমাস্পদের জন্য দেখো
হ্রদয় দুয়ার খুলে যায়।
দরবার জমাও ব্যক্ত কর
ওসব কিন্তু প্রেম নয়
নিজের মনে ডুবে থাক
আক্ষেপ করা ছেড়ে দাও।
অটল থেকে ডাকতে থাক
আনুগত্যের পথ ধর
সব আপত্তি বিদায় দিয়ে
মোনাফেকি ছেড়ে দাও।
মুখে মুখে যদি বল
ভালবাসো তারে
প্রমাণ দিতে প্রস্তুত কিনা
ভেবে দেখতে পার।
Advertisement